কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র-জনতার সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
এতে গুরুতর আহত হয়েছেন দৈনিক সময় কণ্ঠস্বর পত্রিকার জেলা প্রতিনিধি সাব্বির হোসেন (২৭)।
রোববার ৭ সেপ্টেম্বর বিকেলে আহত সাংবাদিক কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি হাসিবুল হোসেন শান্ত (৩০) সহ অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে সাব্বির হোসেন হাসপাতালের ভেতরে আন্দোলনের সংবাদ সংগ্রহ করছিলেন। দুপুরে কয়েকজন শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়ার সময় হাসিবুল হোসেন শান্ত ও তার সহযোগীরা হঠাৎ তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং দাবি তোলে আগে তাদের বক্তব্য নিতে হবে।
সাংবাদিক সাব্বির অনুরোধ করেন সাক্ষাৎকার শেষে তাদেরও বক্তব্য নেওয়া হবে। এ সময় ক্ষিপ্ত হয়ে হাসিবুল ও তার সহযোগীরা ঝাঁপিয়ে পড়ে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এতে সাব্বির হোসেনের নাক-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং ঠোঁট কেটে রক্তক্ষরণ হয়। পরে উপস্থিত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করেন।
ঘটনার পর হামলার বিষয়টি স্বীকার করেছেন হাসিবুল হোসেন শান্ত। এ সময় উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইকরাম হোসেন এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকের পাশে থাকার আশ্বাস দেন।
হামলার শিকার সাব্বির হোসেন বলেন, “আমি সকাল থেকে খবর সংগ্রহ করছিলাম। হঠাৎ এভাবে কেন হামলা হলো বুঝতে পারছি না। আমি গুরুতর আহত হয়েছি। এর সুষ্ঠু বিচার চাই। সাংবাদিকদের নিরাপত্তা না থাকলে আমরা কাজ করব কিভাবে?”
ঘটনার পর স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
তারা বলেন, স্বাধীনভাবে সংবাদ সংগ্রহে নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”









