এ বছরের জুলাইতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান লিভারপুলের তারকা স্ট্রাইকার ডিয়েগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা। জোতার সাথে ক্লাবটির এখনও দুই বছরের চুক্তি আছে। লিভারপুল সেই চুক্তির পুরো টাকা তার পরিবারকে দিতে যাচ্ছে বলে জানিয়েছে দলটির কোচ আর্নে স্লট।
পর্তুগীজ স্ট্রাইকার ২৮ বছর বয়সে এ বছরের জুলাই মাসের ৩ তারিখ স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা যান। মারা যাওয়ার ১১ দিন আগে দীর্ঘ দিনের বান্ধবী রুথ কার্ডোসোকে বিয়ে করেছিলেন। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে।
এক সাক্ষাৎকারে স্লট জানিয়েছেন, ‘আমি বলব কতটা গর্বিত ভক্তদের প্রতিক্রিয়া এবং মালিকানা নিয়ে…। মালিকদের প্রধানত সমালোচনা করা হয়, ম্যানেজারদের মতো। কিন্তু তারা যেভাবে এই পরিস্থিতি সামাল দিয়েছেন, তার স্ত্রী এবং সন্তানদের চুক্তির সমস্ত অর্থ দিয়ে, মানুষ হয়তো মনে করে এটা স্বাভাবিক, কিন্তু ফুটবলে তা হয় না।’
‘তার স্মৃতির প্রতি কত ফুল, কত স্মৃতি, এটা ভেবে আমি প্রায় আবেগপ্রবণ হয়ে পড়ি। আমাদের ভক্তরা এবং আমাদের খেলোয়াড়রাও যা করেছে, শেষকৃত্যের ভেতরে এবং তার আশেপাশে তারা যেভাবে নিজেদের আচরণ করেছে তা অবিশ্বাস্য। তারপর আমাদের আবারও অনুশীলন করতে হবে। এমন কিছু মুহূর্ত আসে যখন আমার মনে হয় ‘তার স্ত্রী এবং সন্তানরা এখন কেমন অনুভব করবে?’ এটা খুব কঠিন শোনাচ্ছে।’ সমর্থকদের আচরণ নিয়ে বলেন লিভারপুল কোচ স্লট।









