ইন্টার মিলানের গোলরক্ষক জোসেফ মার্টিনেজের গাড়ির ধাক্কায় মারা গেছেন বৈদ্যুতিক হুইল চেয়ারে থাকা ৮১ বর্ষী এক বৃদ্ধ। স্থানীয় পুলিশ জানায়, দেশটির উত্তারঞ্চলে মঙ্গলবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
মিলানের হয়ে অনুশীলনে যাওয়ার পথে কোমো প্রভিন্সের ফেনেজারে মার্টিনেজের গাড়ি দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হন ২৭ বর্ষী স্প্যানিয়ার্ড তারকা। গাড়ি চালানোর সময় মাদকদ্রব্য ও অ্যালকোহল নিয়েছিলেন কিনা তা পরীক্ষার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, সাইকেলের লেন দিয়ে যাচ্ছিলেন হুইল চেয়ারে থাকা বৃদ্ধ। কিন্তু ঘটনা ক্রমে তিনি গাড়ির লেনে উঠে গেলে মার্টিনেজের গাড়ির সঙ্গে সংঘর্ষ বাধে। তিনি চেষ্টা করলেও শেষপর্যন্ত সংঘর্ষ এড়াতে পারেননি।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনার জন্য অনুশীলন স্থগিত করে ইন্টার মিলান। এমনকি সম্মান দেখিয়ে দলটির কোচ ক্রিস্টিয়ান চিভুর সংবাদ সম্মেলনও বাতিল করা হয়। দুর্ঘটনার বিষয়টি আরো খতিয়ে দেখছে পুলিশ।









