ছন্দময় ব্যাটিংয়ে ঘুরছে বাংলাদেশের রানের চাকা। নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের জুটির পর মুমিনুল-লিটন জুটিতে আফগানদের বিপক্ষে ছয়শো রানের লিড পেরিয়ে গেছে লিটন দাসের দল। মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট অক্ষত রেখে স্বাগতিকদের লিড ৬০৭ রানে পৌঁছে গেছে মধ্যাহ্ন বিরতির পর।
শের-ই-বাংলা স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে শুধু জাকির হাসানের উইকেট হারায় বাংলাদেশ। পরে হারায় দুই উইকেট। ওয়ানডে ভঙ্গিতে খেলতে থাকা শান্ত ১৫১ বলে ১২৪ রানে ফিরে গেছেন। মুমিনুল ১১২ বলে ৯৩ রানে অপরাজিত আছেন। সঙ্গী লিটন ৪৩ রানে।
বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি গড়েছেন নাজমুল হোসেন শান্ত। আগেই এ অর্জনে একমাত্র বাংলাদেশি ছিলেন মুমিনুল হক। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন তিনি।
মুমিনুলের ৫ বছর পর মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৬ রান করেন ওয়ানডে স্টাইলে খেলে। দ্বিতীয় ইনিংসেও দেখান সেই ধারাবাহিকতা। মাত্র ১১৫ বলে ১৩টি চারে ছুঁয়ে ফেলেন তিনঅঙ্ক।
দুর্ভাগ্য জাকির হাসানের। সেঞ্চুরির আশা জাগিয়ে ৭১ করে রানআউট হন এ তরুণ। ভাঙে ১৭৩ রানের দ্বিতীয় উইকেট জুটি। নিজের ১৭তম হাফ সেঞ্চুরি তুলেছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল।
প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৩৮২ রান। জবাবে দেড়শর আগেই গুটিয়ে যায় আফগানিস্তান। ২৩৬ রানের লিড পায় লিটন দাসের দল।








