জোকার সিনেমার সিকুয়েল ‘জোকার : ফোলি এ ডিউক্স’ আসছে। ‘জোকার’ ভক্তদের তর যেন আর সইছে না। এর মাঝেই উত্তেজনা বাড়ালো ছবির নতুন পোস্টার।
কিছুদিন আগে প্রকাশিত ট্রেলারে আর্থার ফ্লেক ও হার্লে কুইনকে বেশিরভাগ দৃশ্যেই দেখা গেছে আরখাম অ্যাসাইলামে। তবে নতুন পোস্টারটিতে তাদের দেখা গেছে খোলা আকাশের নিচে। লেখা আছে, ‘পৃথিবীটা একটি মঞ্চ।’
পোস্টারটি শেয়ার করে পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘আর অজানা নেই। ‘জোকার : ফোলি এ ডিউক্স’ থিয়েটার ও আইম্যাক্সে আসছে ৪ অক্টোবর।’
জোয়াকিন ফিনিক্স অভিনীত সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই হাইপ তৈরি হয়েছে। লেডি গাগা থাকায় ছবিটিকে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। এছাড়া সিনেমায় আরো থাকছেন অভিনেতা ক্যাথরিন কেনের, ব্র্যান্ডান গ্রেসন ও জাজিই বিটসসহ আরো অনেকে। ৪ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।
‘জোকার’ ছবির জন্য ৯২ তম অস্কারে জোয়াকিন সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। টোড ফিলিপস পরিচালিত এই ছবিটি পুরো বিশ্বে ৪ অক্টোবর মুক্তি পেলেও ভারতে মুক্তি পাবে ২ অক্টোবর।
সূত্র: এনডিটিভি









