ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘জোকার’ ছবির সিকুয়েল ‘জোকার : ফোলি এ ডিউক্স’-এর। টানা ১১ মিনিট করতালি পেয়েছে ছবিটি। তবে করতালি পেলেও ছবিটির রিভিউতে তার প্রতিফলন দেখা যায়নি।
যখন করতালি চলছিল তখন হল ‘গাগা’, ‘গাগা’ ধ্বনিতে মুখর। ‘হার্লে কুইন’ গাগা এসময় ভক্তদের উড়ন্ত চুমু ছুড়ে দেন। তবে ছবিতে গাগাকে কাজে লাগানো হয়নি বলে মনে করছেন সমালোচকরা।
হলিউড রিপোর্টারে লেখা হয়েছে, গাগার উপস্থিতির গভীরতা ছিল না। বাড়াবাড়ি পর্যায়ের গান ছিল।
দ্য গার্ডিয়ানে লেখা হয়েছে, জোয়াকিন ফিনিক্সের পারফর্মেন্স আগের বারের মতোই ছিল। তবে শক্তিশালী ছিল এবারও।
ইন্ডিওয়্যার লিখেছে, ‘বোরিং, ফ্ল্যাট সিনেমা। লেডি গাগার অপচয় করা হয়েছে।’
ভ্যারাইটিতে বলা হয়েছে, অতিরিক্ত সাবধানে নির্মাণ করা হলেও সিকুয়েলটিকে জোর করে অপ্রাসঙ্গিক ভাবে ডার্ক করা হয়েছে। অত্যন্ত ধীরগতির মিউজিক্যাল সিকুয়েল এটি।’
‘জোকার’ সাফল্য পেয়েছিল দুই ভাবেই, সমালোচকদের কাছে এবং ব্যবসায়িক ভাবে। ১১টি মনোনয়ন পেয়েছিল অস্কারে। জোয়াকিন পেয়েছিলেন সেরা অভিনেতার পুরস্কার। এবার দেখার পালা দর্শকদের কাছে কেমন সমাদৃত হয় ‘জোকার : ফোলি এ ডিউক্স’। ৪ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাবে এই ছবি।
During the ecstatic 11-minute #venezia81 standing ovation for #JokerFolieADeux, Joaquin Phoenix had enough clapping and bowed out of the theater at around minute nine. #Joker2 pic.twitter.com/qcEnhTab14
— JoBlo Movies and TV (@joblodotcom) September 4, 2024
সূত্র: হিন্দুস্তান টাইমস









