সরকার জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারসহ যুগ্মসচিব ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের বদলি, নিয়োগ ও শৃঙ্খলা সম্পর্কিত বিষয়গুলো পর্যালোচনা করার জন্য অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে বুধবার (২৭ আগস্ট) একটি কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, মন্ত্রী পরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এবং জন প্রশাসন সচিব।

কমিটি এই পদমর্যাদার কর্মকর্তাদের নিয়োগ, বদলি এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সরকারের নীতি এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।









