বিরাট কোহলির জন্য ২০১৪-১৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরটি নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। ব্যাট হাতে জ্বলে ওঠার পাশাপাশি অধিনায়কত্ব পাওয়াটাকে যথোপযুক্ত প্রমাণ করে ছেড়েছিলেন। তবে নতুন করে আলোচনায় এসেছে সেই সিরিজে অজি পেসার মিচেল জনসনের সঙ্গে তার ঝগড়ার ঘটনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে কোহলি একটি অন্যস্থানে সেই ঝগড়ার স্মৃতিচারণ করছেন। দর্শকদের উপস্থিতিতে ঘটনার বিস্তারিত বলেন ভারতের সাবেক অধিনায়ক।
সফরের প্রথম ম্যাচে জনসনের প্রথম বলটি আমার মাথায় আঘাত করেছিল। প্রথমে এটা পুরোপুরী অবিশ্বাস ছিল। ৬০ দিন ধরে আমি ভেবেছিলাম, আমি কীভাবে খেলবো। কিন্তু সেই আঘাতের পর পরিকল্পনায় সম্পূর্ণ পরিবর্তন আসে। আমার বাম চোখ ফুলে যাওয়ায় দৃষ্টিশক্তি কমতে শুরু করেছিল। কিন্তু আমি ব্যাপারটা তখনো খেয়াল করিনি।
মধ্যাহ্নভোজের সময় যা ঘটেছিল, তার জন্য আমি কৃতজ্ঞ বোধ করি। এখানে মূলত দুটি বিকল্প ছিল, লড়তে হবে অথবা উড়তে হবে। আমার সাফ প্রতিক্রিয়া এটাই ছিল যে, সে আমার মাথায় আঘাত করার সাহস কীভাবে পেয়েছিল? আমি বলেছিলাম, তার বলে সিরিজজুড়ে বেধড়ক পেটাবো এবং সেটাই করেছিলাম।
চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার ছিলেন কোহলি। তার যার নামে ছিল ৬৯২ রান। অ্যাডিলেড ওভালে প্রথম টেস্টে দুই ইনিংসেই পেয়েছিলেন সেঞ্চুরি।
মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে প্রথম ম্যাচে ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন ৩৫ বর্ষী এ ক্রিকেটার। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে ধোনি নেতৃত্বে ফিরেছিলেন। এরপর টেস্ট থেকে ধোনি অবসর নেয়ায় চতুর্থ ম্যাচে থেকে কোহলিকে ভারতের পূর্ণকালীন টেস্ট অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়।







