হলিউডের অভিনেতা জনি ডেপ ২৫ বছর পরে পরিচালনায় ফিরছেন। ইতালীয় শিল্পী অ্যামেডিও মোডিগ্লিয়ানিকে নিয়ে বায়োপিক নির্মাণ করছেন তিনি। ছবির নাম ‘অ্যামেডিও মোডিগ্লিয়ানি’।
জনি ডেপ ও অভিনেতা আল পাচিনো একসঙ্গে সিনেমাটি প্রযোজনা করবেন। সিনেমার মূল চরিত্রে কে অভিনয় করবেন তা জানা যায়নি।
অ্যামেডিও মোডিগ্লিয়ানি ছিলেন একজন ইতালীয় চিত্রশিল্পী, যিনি মৃত্যুর পর খ্যাতি পেয়েছিলেন। জীবদ্দশায় তিনি শিল্পের কদর পাননি। নিজেকে ব্যর্থ মনে করতেন এই শিল্পী।
আগামী বছরের বসন্তে ফ্রান্সে সিনেমাটির কাজ শুরু হবে। এ বছরই সিনেমার অভিনেতা-অভিনেত্রী নির্বাচন করা হবে।
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ব্রেভ’ চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন জনি ডেপ। এরপর আর পরিচালকের আসনে বসেননি তিনি।
সূত্র: মুভি টকিজ








