৫০ বছরের বেশি সময় আগে ১২ তারের হুটেন্যানি একটি অ্যাকুস্টিক গিটার হারিয়ে ফেলেছিলেন বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটলসের অন্যতম সদস্য জন লেনন। ৫ দশকের বেশি সময় পর এবার যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে খুঁজে পাওয়া গেল বিটলসের ১৯৬৫ সালের স্টুডিও অ্যালবাম হেল্প-এ ব্যবহৃত সেই অ্যাকুস্টিক গিটারটি!
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবার লেননের স্মৃতি বিজড়িত সেই গিটারটি উঠতে যাচ্ছে নিলামে। আগামী মে মাসে হতে যাচ্ছে এই নিলাম। নিলামকারীরা বলেছেন, লেননের গিটারটির মূল্য ৬ থেকে ৮ লাখ ডলার, এমনকি এই অর্থও ছাড়িয়ে যেতে পারে।
জানা গেছে, আগামী ২৯ মে মাসে নিউ ইয়র্কের হার্ড রক ক্যাফেতে এবং নিলামকারীর ওয়েবসাইটে নিলামে তোলা হবে এই গিটার। নিলামকারীরা বলেছেন, লেননের গিটারটির মূল্য ৬ থেকে ৮ লাখ ডলার, এমনকি এই অর্থও ছাড়িয়ে যেতে পারে। বাভারিয়ান ফার্ম ফ্রামুস ১৯৬০-এর দশকে তৈরি করেছিল ১২ তারের এই হুটেন্যানি অ্যাকুস্টিক গিটার। হেল্প অ্যালবামের টাইটেল ট্র্যাকসহ ‘ইউ হ্যাভ গট টু হাইড ইয়োর লাভ অ্যাওয়ে’, ‘অনলি লাভ অ্যান্ড আই হ্যাভ জাস্ট সিন আ ফেইস’ গানগুলোয় ব্যবহৃত হয়েছে গিটারটি।
আর সেই গিটারই প্রায় ৫০ বছরেরও বেশি সময় পড়ে ছিল যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে। সম্প্রতি বাড়িটির মালিকানা পরিবর্তনের পর খুঁজে পাওয়া গেছে এই গিটার।
যুক্তরাষ্ট্র ভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েন্স অকশনের প্রতিষ্ঠাতারা গিটারটি যাচাই করতে যুক্তরাজ্যে গিয়ে গিটারটির আসল কেস খুঁজে পেয়েছেন। ম্যাটন অস্ট্রেলিয়ানের তৈরি গিটার কেসটি পড়ে ছিল আবর্জনায়।
জুলিয়েন্স অকশনের সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক মার্টিন নোলান রয়টার্সকে বলেন, মালিকেরা জানতেন যে তাদের কাছে গিটারটি ছিল। কিন্তু তারা ভেবেছিলেন যে, এটি হারিয়ে গেছে।- পিপল









