বর্ণবাদ বিরোধী প্রচারণার অংশ হিসেবে জুনে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আফ্রিকার দুই দেশ গিনি ও সেনেগালের মুখোমুখি হওয়ার জন্য ২৩ সদস্যের স্কোয়াড দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
প্রথমবারের মতো সেলেসাও স্কোয়াডে ডাক পেয়েছেন জোয়েলিন্টন। দীর্ঘ ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড, দলটিতে খেলছেন ২৬ বর্ষী এ মিডফিল্ডার। বর্তমানে আর্জেন্টিনায় চলতি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলছেন।
প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন ডিফেন্ডার ভ্যান্ডারসন, নিনো এবং আইরটন লুকাস।
ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়াস জুনিয়রকে সমর্থন জোগাতে একট্টা হচ্ছে পাঁচবারের বিশচ্যাম্পিয়ন দেশটি। আগেই জানা গিয়েছিল দুই প্রীতি ম্যাচ সামনে রেখে সিবিএফ স্কোয়াডে থাকা ভিনিসিয়াসের সঙ্গে বিস্তারিত আলাপ করছে। গিনি ও সেনেগালের বিপক্ষে ম্যাচে যেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন সে ব্যাপারে চেষ্টা করা হচ্ছে।
অ্যান্টনি, রাফিনহা, গ্যাব্রিয়েল জেসাস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো তারকারা স্কোয়াডে জায়গা পাননি। গতমাসে ডান পায়ের লিগামেন্টের অস্ত্রোপচার করানো নেইমার পুরোপুরি সুস্থ না হওয়ায় দলে ফেরানো হয়নি।
কাতার বিশ্বকাপের পর কোচের পদ থেকে ইস্তফা দেন টিটে। এখনও স্থায়ী কোচ নিয়োগ না দেয়া ব্রাজিলের অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছেন র্যামন মেনেজেস।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ১৭ জুন বার্সেলোনায় আফ্রিকার দেশ গিনির বিপক্ষে নামবে। লিসবনে ২০ জুন সেনেগালের মুখোমুখি হবে।
ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডেরসন ও ওয়েভারটন।
ডিফেন্ডার: ইবানেজ, দানিলো, ভ্যান্ডারসন, অ্যালেক্স টেলেস, আইরটন লুকাস, এডের মিলিতাও, মার্কুইনহোস, নিনো।
মিডফিল্ডার: ব্রুনো গুইমারায়েস, জোয়েলিন্টন, আন্দ্রে, কাসেমিরো, লুকাস পাকুয়েতা, রাফায়েল ভেইগা।
ফরোয়ার্ড: ম্যালকম, রিচার্লিসন, পেদ্রো, রনি, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র।








