দারুণ সময় পার করছেন রাজকুমার রাও। বক্স অফিসে ‘স্ত্রী টু’-এর জয়জয়কার। এর মাঝেই আজ নিজের ৪০ তম জন্মদিনের দিনে ভক্তদের সুসংবাদ দিলেন রাজকুমার রাও।
নতুন ছবি ‘মালিক’-এর ঘোষণা দিলেন রাজকুমার রাও। পরিচালনায় আছেন ‘ভক্ষক’ ও ‘দেড় বিগা জমিন’-এর মতো আলোচিত ছবির নির্মাতা পুলকি। প্রযোজনায় আছে টিপস ফিল্মস এবং নর্দার্ন লাইটস ফিল্মস। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিটির শুটিং শুরু হয়ে গেছে ইতোমধ্যেই।
ছবির পোস্টার শেয়ার করে খবরটি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন রাজকুমার রাও। ক্যাপশনে লিখেছেন, ‘মালিকের দুনিয়ায় আপনাদের স্বাগতম। শুটিং শুরু হয়ে গেছে। জলদিই দেখা হবে।’
মালিক ছাড়াও রাজকুমার রাওকে দেখা যাবে ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ ছবিতে। এই ছবিতে রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। এছাড়াও অভিনেতার হাতে আছে ‘বাচপান কা পেয়ার।’ এতে অভিনেতার বিপরীতে থাকছেন বাণী কাপুর।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া








