জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দল ক্ষমতায় গেলে যশোরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে।
আজ (২৭ জানুয়ারি) মঙ্গলবার সকালে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় তিনি বলেন, কেউ কেউ গণভোটে সন্তুষ্ট নন, কিন্তু তা প্রকাশের সাহস পাচ্ছেন না।
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, যারা এখনই নারীদের গায়ে হাত দেয়, তারা ক্ষমতায় এলে নারীরা নিরাপদ থাকবে না।জামায়াতে ইসলামী কারও সঙ্গে ঝামেলা চায় না, তবে কারও সম্মানের ওপর হাত দিতে দেওয়া হবে না।
নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আজ সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনায় আরও তিনটি জনসভা এবং দু’টি পথসভা করবেন ডা. শফিকুর রহমান।









