Advertisements
যশোর-ঝিনাইদহ মহাসড়কটি সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার কাজ না করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক ও যাত্রীদের। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে কয়েক জেলার যাত্রী ও পণ্যবাহী গাড়ি। সংশ্লিষ্টরা বলছেন, গুরুত্বপূর্ণ এ মহাসড়কটি উন্নয়নে অর্থ বরাদ্দ রয়েছে, দ্রুতই সংস্কারের কাজ শুরু হবে।








