মারা গেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় গান ‘একটা চাদর হবে চাদর’ গানের শিল্পী জেনস সুমন। শুক্রবার বিকেলে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
সুমনের মৃত্যুর খবর চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী কিশোর পলাশ। তিনি বলেন, সকালে অসুস্থতা অনুভব করলে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিউটে তাকে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
দীর্ঘদিন অভিমান করে গান থেকে দূরে থাকলেও গত দুইবছর নিয়মিত নতুন গান তৈরির সঙ্গে যুক্ত ছিলেন জেনস সুমন, জানিয়েছেন কিশোর পলাশ।
২০০২ সালে ‘একটা চাদর হবে চাদর’ গানটি প্রকাশ হয়। এ গানটি বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারের পর সাড়া ফেলে। আলোচনায় চলে আসেন জেনস সুমন।
জেনস সুমনের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। এরপর একে একে আসে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি। জেনস সুমন তাঁর কণ্ঠের পাশাপাশি নামের কারণেও ছিলেন আলোচিত।









