চলতি বছরের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন জার্মান লেখিকা জেনি এরপেনবেক এবং অনুবাদক মাইকেল হফম্যান। ‘কাইরোস’ বইয়ের জন্য বুকার পুরস্কার লাভ করলেন তিনি।
বিবিসি জানিয়েছে, গতকাল ২১ মে স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনের টেট মডার্নে বুকার পুরস্কারে বিজয়ী হিসেবে ‘কাইরোস’ উপন্যাসের জন্য জার্মান লেখিকা জেনি এরপেনবেক এবং অনুবাদক মাইকেল হফম্যানের নাম ঘোষণা করা হয়।
জার্মান ভাষায় লেখা ‘কাইরোস’ বইটিতে ১৯৮০ এর দশকে পূর্ব বার্লিনে একজন বয়স্ক পুরুষের সাথে একজন তরুণীর সম্পর্কের কাহিনী তুলে ধরা হয়েছে। প্রেম এবং আবেগ দিয়ে শুরু হয়ে যা ইতিহাসের সাথে মিলিত হয়।
৫৭ বছর বয়সী লেখিকা লেখিকা জেনি এরপেনবেক বার্লিনে জন্মগ্রহণ করেন এবং ঔপন্যাসিক হওয়ার আগে তিনি অপেরা পরিচালক হিসেবে কাজ করতেন। তার জনপ্রিয় কিছু কাজ হলো, দ্য এন্ড অফ ডেজ এবং গো, ওয়েন্ট, গন।
৬৬ বছর বয়সী অনুবাদক হফম্যান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী জার্মান ভাষার ইংরেজি অনুবাদক হিসেবে পরিচিত। কবিতা ও সাহিত্য সমালোচনার পাশাপাশি তিনি ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন।
বিশ্বের কথাসাহিত্যের কাজকে স্বীকৃতি দিতে ইংরেজিতে অনুবাদ হওয়া বইগুলোকে বুকার পুরস্কারের জন্য মনোনীত করা হয়। পুরস্কারের ৬২ হাজার মার্কিন ডলার লেখক এবং অনুবাদকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।









