শুক্রবার টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জেনিফার লোপেজের ‘আনস্টপেবল’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই স্পোর্টস ড্রামাটি প্রযোজনা করেছেন বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমন। উৎসবে জেনিফার এলেও বেন আসেননি।
বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পরে এটি জেনিফার লোপেজের প্রথম রেড কার্পেটে উপস্থিতি। হতাশ করেননি জেনিফার লোপেজ। তিনি মেটালিক সিলভার গাউন পরে এসেছিলেন। সাথে ছিল কালো ভেলভেল বো। পায়ে ছিল সিলভার প্ল্যাটফর্ম হিল।
‘আনস্টপেবল’ সিনেমাটি মার্কিন রেসলার অ্যান্টনি রোবলেসের জীবনের ওপর নির্মিত একটি বায়োপিক। এ সিনেমায় প্রধান চরিত্র অ্যান্টনি রোবলেসের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে মার্কিন অভিনেতা জারেল জেরোমকে। আর জেনিফারকে দেখা গেছে জুডি রোবলেসের চরিত্রে।
সিনেমা শেষে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন জেনিফার লোপেজ। সেখানে তিনি বলেন, ‘আমি যখন স্ক্রিপ্টটি পড়েছি,অনেক নারীদের সাথে সংযোগ পেয়েছি, আমার সাথেও। গোটা জীবনে কেমন সংগ্রামের মুখোমুখি হতে হয়েছে তাকে, তা বুঝতে পেরেছি।’
‘আনস্টপেবল’ পরিচালনা করেছেন মার্কিন নির্মাতা উইলিয়াম গোল্ডেনবার্গ। এর গল্প লিখেছেন এরিক চ্যাম্পনেলা, অ্যালেক্স হ্যারিস ও জন হিন্ডম্যান। এ বছরের ডিসেম্বরে এটি বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে।
২০০১ সালে প্রথম সম্পর্কে জড়িয়েছিলেন জেনিফার-বেন। ২০০২ এর নভেম্বরে বাগদানও সারেন তারা। পরের বছর বিয়ে হওয়ার কথা থাকলেও তা আর বাস্তবায়িত হয়নি। ২০০৪ সালে ভেঙে যায় তাদের সম্পর্ক। তার প্রায় ১৭ বছর পর ২০২১ সাল থেকে ফের একসঙ্গে দেখা যায় জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেককে। বছর ঘুরতে না ঘুরতেই বিয়েও করে নেন তারা। তবে শেষ পর্যন্ত সংসার টিকল না এই তারকা জুটির।
সূত্র: হিন্দুস্তান টাইমস









