Advertisements
কক্সবাজারের কলাতলী এলাকার সী আলিফ হোটেলে স্ত্রী সুমা দে ও ৮ মাস বয়সী কন্যা শিশুকে পরিকল্পিতভাবে হত্যা করেছে জেমিন বিশ্বাস। স্ত্রীর প্রতি সন্দেহের জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যার ঘটনাটি সংগঠিত করা হয়। নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছে কক্সবাজার মডেল থানায়।








