টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর দুই সিরিজের জন্য শ্রীলঙ্কা দলের আপদকালীন প্রধান কোচ হয়েছিলেন সনাৎ জয়সুরিয়া। বোর্ড এবার তাকে পূর্ণকালীন দায়িত্ব দিয়েছে। ৫৫ বর্ষী সাবেক ব্যাটার ২০২৬ সালে ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন।
আপদকালীন দায়িত্ব নিয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন জয়সুরিয়া। জুলাইয়ে শুরু, ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নেয় শ্রীলঙ্কা। পরে ইংল্যান্ড সফরে গিয়ে ১০ বছর পর টেস্টে জয়ের দেখা পায় তার দল।
ঘরের মাঠে সম্প্রতি নিউজিল্যান্ডকে ২-০তে লঙ্কানরা হোয়াইটওয়াশ করেছে টেস্টে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দারুণ একটি সুযোগও এসেছে দলটির কাছে।
‘শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, দল সম্প্রতি দারুণ পারফর্ম করেছে। তারা ভারত, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছে। যেখানে আপদকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্বে ছিলেন জয়সুরিয়া।’ বিবৃতিতে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
গত জুলাইয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতায় প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন ক্রিস সিলভারউড। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছিল সাবেক অধিনায়ক-ওপেনারর সনাৎ জয়সুরিয়াকে।









