গেল বছর ব্যবসাসফল ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ ছাড়াও ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’ ও ‘ডিয়ার মা’সহ—একাধিক সিনেমায় অভিনয় করে দর্শক–সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন জয়া আহসান! এবার নতুন বছরের শুরুতেই সুখবর দিলের দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী!
আগামী ৬ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘ওসিডি’।
পশ্চিমবঙ্গের পরিচালক সৌকর্য ঘোষালের নির্মাণে মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এই সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে। গল্প আবর্তিত হয়েছে শ্বেতার জীবনের এক তিক্ত অতীত, মানসিক ট্রমা ও তার প্রভাবকে কেন্দ্র করে।
সিনেমাটির পোস্টার শেয়ার করে নিজের ফেসবুক পোস্টে জয়া আহসান লেখেন,
“মনের কোণের সব দীনতা-মলিনতা ধুইয়ে দাও।”
২০২১ সালে ‘ওসিডি’ সিনেমাটির শুটিং শেষ হলেও এতদিন এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। পরে এটি আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়।









