ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার একেবারে বিপরীত এক চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। আসছে তার নতুন ছবি ‘ডিয়ার মা’, যেখানে এক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
সিনেমাটি আগামী ১৮ জুলাই মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে। ‘ডিয়ার মা’ পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী, যিনি বহুদিন পর বাংলা সিনেমায় ফিরলেন এই সিনেমার মাধ্যমে।
কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে ছবির পোস্টার উন্মোচনের মাধ্যমে জানানো হয় মুক্তির তারিখ। এ সময় উপস্থিত ছিলেন জয়া আহসান, নির্মাতা অনিরুদ্ধসহ অন্যান্য শিল্পীরা। সন্তান, পরিবার ও সম্পর্কের টানাপোড়েন ঘিরেই নির্মিত হয়েছে ছবিটির কাহিনি।
জয়া আহসান এখানে এক মায়ের জটিল মানসিকতা ও আবেগের বহুমাত্রিক রূপ তুলে ধরেছেন। তার সঙ্গে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, চন্দন রায় স্যানাল প্রমুখ।
জয়া আহসান বলেন, “‘ডিয়ার মা’ মানে শুধু মাতৃত্ব নয়, মা-মেয়ের সম্পর্ক, টানাপোড়েন, দত্তক নেওয়ার মতো স্পর্শকাতর বিষয়ের মধ্য দিয়ে এক থ্রিলারের আবহ তৈরি করেছেন অনিরুদ্ধদা।”
‘ডিয়ার মা’ অনিরুদ্ধ-জয়া জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে অনিরুদ্ধের পরিচালনায় হিন্দি ছবি ‘কড়ক সিং’-এ অভিনয় করেছিলেন জয়া, যা ২০২৩ সালে মুক্তি পেয়েছিল জি ফাইভে।
পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী এর আগে ‘অনুরণন’, ‘অন্তহীন’, ‘অপরাজিতা তুমি’ থেকে শুরু করে ‘পিঙ্ক’ ও ‘লস্ট’-এর মতো বলিউড হিটও উপহার দিয়েছেন। বাংলা সিনেমায় তাঁর প্রত্যাবর্তন তাই নিঃসন্দেহে বড় এক ঘটনা।
এদিকে, জয়া আহসান এই সপ্তাহেই শুরু করেছেন ‘অর্ধাঙ্গিনী’র সিকুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং। কৌশিক গাঙ্গুলীর এই ছবিতে আগের ছবির শিল্পীরা থাকছেন আগের জায়গায়, সঙ্গে নতুন সংযোজন ইন্দ্রাশিস রায়।
জয়ার ব্যস্ততা প্রমাণ করে, দুই বাংলাতেই তিনি আজ সবচেয়ে আলোচিত ও ব্যতিক্রমী অভিনেত্রীদের একজন।









