বিখ্যাত স্প্যানিশ অভিনেতা জাভিয়ার বারদেম এমি অ্যাওয়ার্ডসের জমকালো আসরে কেফিয়াহ পরে ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা দিলেন। অন্যদিকে এক ইহুদি অভিনেত্রী তুললেন ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান! সব মিলিয়ে এমির এবারের আসরটি ছিলো অন্যরকম রোমাঞ্চকর!
ইসরায়েলের গাজায় চালানো নৃশংসতার বিরুদ্ধে সরব বিশ্বের প্রায় সাড়ে ৪ হাজার অভিনয়শিল্পী, নির্মাতা ও সিনেমা সংশ্লিষ্ট কলাকুশলীরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এমির মতো বিশাল আয়োজনেও তাই ঘুরে ফিরে আসে গাজা প্রসঙ্গ!
এমির এবারের আয়োজনে লিমিটেড সিরিজ বিভাগে অস্কারজয়ী অভিনেতা জাভিয়ার বারদেম নেটফ্লিক্সের ‘মনস্টারস: দ্য লেইলি এন্ড এরিক মেন্ডেজ স্টোরি’ সিরিজে ‘সেরা পার্শ্ব অভিনেতা’ হিসেবে মনোনীত ছিলেন।
যদিও তিনি পুরস্কার জিততে পারেননি। পুরস্কার গেছে কিশোর বয়সী ব্রিটিশ অভিনেতা ওয়েন কুপারের হাতে (অ্যাডোলেসেন্স), তবুও বারদেম নিশ্চিত করেছেন তার বার্তা যেন সবার কাছে পৌঁছায়।
এমিতে এসে কী বার্তা দিয়েছেন জাভিয়ার বারদেম? এমির রেড কার্পেটে ইউএসএ টুডেকে তিনি বলেন, “মনোনয়ন পেয়ে ভালো লাগছে, তবে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া সেই জায়গায়, যেখানে এখন সবচেয়ে বেশি প্রয়োজন- আর সেই জায়গাটি হলো গাজা।”
কেন তিনি এত দৃঢ়ভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিচ্ছেন, এমন প্রশ্নে বারদেম পাল্টা জিজ্ঞেস করেন,“প্রশ্নটা হওয়া উচিত- আমরা কেন সবাই নই? কত শত, কত হাজার শিশুর মৃত্যু আমাদের দেখতে হবে মানুষের বিবেক জাগ্রত হওয়ার আগে?”

চমকে দিয়েছে ইহুদি অভিনেত্রীর জোরালো ভাষণ
রবিবারের রাতের বিজয়ীদের মধ্যে ছিলেন ‘হ্যাকস’ খ্যাদ ইহুদি তারকা হান্না আইনবাইন্ডার। যিনি এমিতে জিতেছেন কমেডি সিরিজে ‘সেরা পার্শ্ব অভিনেত্রী’র পুরস্কার। টানা চারবার মনোনীত হলেও এটাই তার প্রথম জয়।
ভাষণে মজা করে হান্না বললেন, “আমি ভেবেছিলাম হারতেই থাকা আসলে বেশি কুল। কিন্তু জয়ও কুল!”
এরপরই তিনি মঞ্চ কাঁপালেন এই বার্তায়,“গো বার্ডস, এফ- আইস এবং ফ্রি প্যালেস্টাইন!”(অশালীন শব্দটি সম্প্রচারে মিউট করা হলেও “ফ্রি প্যালেস্টাইন” বার্তাটি সম্প্রচারিত হয়।)
লুই ভুঁইতোঁ-এর এক-কাঁধা সিকুইন পোশাক পরে তিনি ‘আর্টিস্ট ফর সিজফায়ার’ পিন লাগিয়ে হাজির হন এমির জমকালো মঞ্চে।
পরে প্রেসরুমে সাংবাদিকদের বলেন, “ফিলিস্তিন ইস্যু আমার হৃদয়ের খুব কাছের। আমার গাজায় বন্ধু আছে, যারা উত্তর গাজায় চিকিৎসক হিসেবে কাজ করছে, গর্ভবতী নারী ও শিশুদের চিকিৎসা দিচ্ছে, শরণার্থী ক্যাম্পে স্কুল বানানোর চেষ্টা করছে। তাই এই বিষয়ে কথা বলা আমার দায়িত্ব।”
তিনি আরও বলেন, “একজন ইহুদি হিসেবে আমার দায়িত্ব হলো ইহুদিদের ধর্ম ও সংস্কৃতিকে ইসরায়েল রাষ্ট্র থেকে আলাদা করে দেখানো। আমাদের ধর্ম আর সংস্কৃতি শত শত বছরের প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেটা এই এথনো-ন্যাশনালিস্ট রাষ্ট্রের সঙ্গে এক নয়।”

গাজা ইস্যুতে এমির মঞ্চে অন্য তারকাদের সংহতি
‘হ্যাকস’ সহশিল্পী মেগান স্টলটারও ‘আর্টিস্ট ফর সিজফায়ার’ পিন পরে এমির জমকালো আসরে উপস্থিত ছিলেন। তিনি নেটফ্লিক্সের ‘ঠু মাচ’ সিরিজের তারকা, লালগালিচায় এসেছিলেন সাদামাটা জিন্স ও টি-শার্টে, ব্যাগে লাগানো ছিল “সিজফায়ার!” স্লোগান।
এছাড়া ‘প্রিজিউম ইনোসেন্ট’-এর তারকা রুথ নেগা, ‘দ্য হোয়াইট লোটাস’-এর অভিনেত্রী এইমু লু উড, এবং অ্যাবট এলিমেন্টারি-এর অভিনেতা ক্রিস পারফেটিকেও দেখা গেছে একই পিন পরে। দ্য ন্যাশনাল নিউজ









