চিত্রনায়ক ইলিয়াস জাভেদের প্রথম নামাজে জানাজা হচ্ছে উত্তরা ১২ সেক্টর কবরস্থান মসজিদে। বাদ আসর এফডিসিতে ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় উত্তরার ১২ নাম্বার সেক্টর কবরস্থান মসজিদে দাফন করা হবে সত্তর আশির দশকের জনপ্রিয় এই চিত্রানায়ককে।
বুধবার সকাল ১১.১৫ মিনিটে উত্তরায় নিজ বাসায় মৃত্যু বরণ করেন চিত্রনায়ক ইলিয়াস জাভেদ। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বলেন, জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। কিছুদিন পর পর তাকে হাসপাতালে চিকিৎসা নিতে যেতে হতো। বার্ধক্যজনিত রোগে বুধবার সকাল ১১.১৫ মিনিটে তিনি রাজধানীর উত্তরায় নিজ বাসায় ।
১৯৬৪ সালে মুক্তি পাওয়া উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক ইলিয়াস জাভেদের। এরপর প্রায় ২০০ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। নব্বই দশক পর্যন্ত তিনি সিনেমায় সুবর্ণ সময় কাটিয়েছেন।
এছাড়া তিনি ছিলেন একজন নৃত্য পরিচালকও। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তিতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তিনি তার অনেক কাজের মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত।
জাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। পরে তিনি স্বপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন।









