বগুড়ায় অফিস দখলের ঘটনায় নিন্দা জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, প্রশাসনের ব্যর্থতায় এটি ঘটেছে। নির্বাচনের আগে আগে এ ধরনের ঘটনা প্রত্যাশা করি না।
রোববার (১১ জানুয়ারি) তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তুচ্ছ ভুলের কারণে মবের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছেন।
নিরপেক্ষ প্রশাসনের দাবি জানিয়ে শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, নির্বাচনের আগে জাতীয় পার্টির উপর আরও হামলার শঙ্কা আছে।
এসময় তিনি জানান, যদি সুষ্ঠু ভোট হয় তাহলে নির্বাচনে জাতীয় পার্টির প্রায় ৭০টি আসনে জয় লাভের সম্ভাবনা আছে।









