Advertisements
প্রতিবেশী দেশগুলোর বিরোধিতার পরও এ সপ্তাহে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পরিশোধিত বর্জ্যপানি সমুদ্রে নিষ্কাশন শুরু করবে জাপান। মন্ত্রিসভার বৈঠকে জাপান এ সিদ্ধান্ত নিয়েছে। আবহাওয়া ও সমুদ্রের পরিস্থিতি উপযুক্ত থাকলে ২৪শে আগস্টই বর্জ্যপানি নিষ্কাশনের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন ইফফাত জাহান।






