ছেলেদের এশিয়া কাপ হকিতে স্থান নির্ধারণী ম্যাচে হেরেছে বাংলাদেশ। এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপানের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে ৬-১ গোলে। ৬ নম্বরে থেকে আসর শেষ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। তাতে প্লে-অফ খেলে এখনও হকির বিশ্বকাপ বাছাইপর্বে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের।
হকি বিশ্বকাপের মূলপর্বের বাছাইপর্ব খেলতে হলে বাংলাদেশকে পাকিস্তানের সাথে প্লে-অফের ম্যাচ খেলতে হবে। রাজনৈতিক জটিলতার কারণে ভারতে হওয়া আসরে খেলতে যায়নি পাকিস্তান দল। তাদের জন্য আরেকটি সুযোগ রেখেছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)। আসরে পঞ্চম হয়ে সরাসরি বিশ্বকাপের বাছাইয়ে খেলার সুযোগ পেল জাপান।
পঞ্চম/ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে নেমে জাপান প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে ছিল। হাফ টাইমের সময়ও ওই ব্যবধান ছিল। তবে তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে জাপান। শেষ বাঁশি বাজার আগে বাংলাদেশ একটি গোল দিতে পারে, ব্যবধান দাঁড়ায় ৬-১ গোলের।









