২০২৬ সালে এশিয়ান গেমস হবে জাপানের আইচি নাগোয়াতে। আসরে ক্রিকেটকে রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। ১৯ সেপ্টম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে আসরটি। এখনও খেলার জন্য ভেন্যু ঠিক হয়নি।
অলিম্পিক কাউন্সিল অব এশিয়া বিবৃতিতে জানিয়েছে, ‘২৮ এপ্রিল আইচি নাগোয়া এশিয়ান গেমস আয়োজক কমিটির পরিচালনা পর্ষদের ৪১তম সভায় ক্রীড়াক্ষেত্রের সবশেষ অগ্রগতি এসেছে। সভায় ক্রিকেট এবং মিক্সড মার্শাল আর্ট উভয় খেলাকেই আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে।’
চতুর্থবারের মতো এশিয়ান গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হল। ২০১০ সালে গুয়াংজু এবং ২০১৪তে ইনচনে ক্রিকেট খেলা হয়েছিল। ২০২৩ সালে চীনের হংজুতে আবারও ক্রিকেট আসে।
২০২৩ সালে ছেলেদের ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছিল ভারত, আফগানিস্তান রৌপ্য এবং বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছিল। মেয়েদের ক্রিকেটে ভারত স্বর্ণ এবং বাংলাদেশ রৌপ্য জিতেছিল, ব্রোঞ্জ গিয়েছিল শ্রীলঙ্কার পকেটে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট থাকছে। সেখানে খেলবে ছয় দল এবং এখনও বাছাই প্রক্রিয়া ঠিক হয়নি।









