জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের নামাজে জানাজা আজ শুক্রবার ১২ সেপ্টেম্বর বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহকর্মী শিক্ষকরা জানাজায় অংশ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার দায়িত্ব পালন করতে গিয়ে সিনেট ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস। পরে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সিনেট ভবনের এক ঘোষণায় জানানো হয়, জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচনে ১৫ নম্বর প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি চারুকলা বিভাগের শিক্ষক ছিলেন।
পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক-এর পাবনা প্রতিনিধি রুমী খন্দকারের একমাত্র কন্যা ছিলেন জান্নাতুল ফেরদৌস। তার মৃত্যুতে পাবনা প্রেসক্লাব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরে শোক নেমে এসেছে।
চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, ‘আমরা আমাদের প্রিয় সহকর্মীর মৃত্যুতে গভীর শোকাহত। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’









