জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং প্রখ্যাত সাংবাদিক শওকত মাহমুদের অন্যায় ও অগ্রহণযোগ্য গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদে মন্তব্য করলেন জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব।
রোববার (৭ ডিসেম্বর) জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন এবং ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আসাদুজ্জামানের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, শওকত মাহমুদের মতো একজন বরেণ্য সাংবাদিক, গণতন্ত্রকামী নেতা ও পেশাজীবী সমাজের সম্মানিত ব্যক্তিত্বকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তা গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের চরম লঙ্ঘন। মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে আজীবন লড়াই করা এমন একজন প্রবীণ সাংবাদিককে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নেতৃবৃন্দ আরও বলেন,সরকার ভিন্নমত দমনে ধারাবাহিকভাবে যে কঠোরতা প্রদর্শন করছে, শওকত মাহমুদের গ্রেফতার তার আরেকটি স্পষ্ট দৃষ্টান্ত। আমরা তাঁর গ্রেপ্তারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শওকত মাহমুদ দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন সাহসী ও নিবেদিত নেতা। বর্তমানে তিনি একটি রাজনৈতিক জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমন সময়ে তাঁর গ্রেপ্তার আমাদের মনে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা সৃষ্টি করছে। আমরা শওকত মাহমুদের অবিলম্বে মুক্তি এবং তাঁর ওপর চালানো হয়রানিমূলক পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাই।









