জনপ্রিয় সিরিজ ‘জামতারা’ এর দ্বিতীয় মৌসুমে অভিনয় করে পরিচিতি পাওয়া তরুণ অভিনেতা সচিন চাঁদওয়াদে মারা গেছেন। মাত্র ২৫ বছর বয়সে তিনি আত্মহত্যা করেন।
মুম্বাইয়ের মহারাষ্ট্রের জলগাঁওয়ে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। মহারাষ্ট্র টাইমসের প্রতিবেদনে জানা যায়, ২৩ অক্টোবর রাতে সচিনের পরিবার প্রথম তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে ধুলে শহরে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালিয়েও তাকে বাঁচাতে পারেননি। ২৪ অক্টোবর ভোর রাত ১টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সচিনের আত্মহত্যার কারণ এখনো স্পষ্ট নয়। স্থানীয় পারোলা থানায় একটি ‘অস্বাভাবিক মৃত্যু’ মামলা নথিভুক্ত করা হয়েছে।
দুর্ভাগ্যের বিষয়, মৃত্যুর কয়েক দিন আগেই সচিন নিজের নতুন সিনেমা ‘অসুরবান’-এর ঘোষণা দিয়েছিলেন। এতে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল। গত সপ্তাহেই সিনেমাটির নির্মাতারা তার একটি পোস্টার প্রকাশ করেছিলেন।
অভিনয়ের পাশাপাশি সচিন ছিলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি পুণের একটি আইটি পার্কে কাজ করতেন। পেশাগত জীবনের পাশাপাশি অভিনয়ের প্রতি তার প্রবল আগ্রহই তাকে পর্দায় নিয়ে আসে।
তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তরা শোক প্রকাশ করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন এই প্রতিশ্রুতিশীল তরুণ অভিনেতাকে। ডিএনএ ইন্ডিয়া









