প্রথমবারের মতো জেদ্দার মঞ্চ মাতাবেন দেশ সেরা রকস্টার মাহফুজ আনাম জেমস। শুক্রবার (৯ মে) সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় রাতে মঞ্চ মাতাবেন এই তারকা শিল্পী।
আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’-এর বাংলাদেশ পার্ট এর তৃতীয় দিনে পারফর্ম করতে যাচ্ছেন জেমস।
সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’বাস্তবায়ন এবং পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরার উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ভারত ফিলিপিন ও সুদান এর নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে ১৬ দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে লোহিত সাগর তীরবর্তী বন্দর নগরী জেদ্দায় ।
শুক্রবার সৌদি সময় বিকাল ৪ টায় শুরু হওয়া এ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জেমস ছাড়াও অংশ নিচ্ছেন জনপ্রিয় শিল্পী বিউটি খান, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা।
ইতোমধ্যে উৎসবের প্রথম দিনে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের পড়শি ও আরমান আলিফ ।
দ্বিতীয় দিনে পারফর্ম করেছেন ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন ও আয়শা জেবিন দিপা। উৎসবের শেষ দিনে সংগীত পরিবেশন করবেন ঐশী , আরমান আলিফ ও বিউটি খান।
আয়োজকরা জানিয়েছেন শুধু সৌদি আরবের পর্যটন শিল্পকে তুলে ধরার পাশাপাশি স্থানীয় প্রবাসী এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সাংস্কৃতির মেলবন্ধন তৈরি করার যে সুযোগ এসেছে তাহা বাস্তবায়ন করার লক্ষ্যেই এসব আয়োজন।









