৩৪ বছর আগে ১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল জেমস ক্যামেরনের ‘দ্য অ্যাবিস’। ছবিটি নিয়ে আবার হলে ফিরছেন ‘টাইটানিক’ নির্মাতা।
১৯৮৯ সালের ৯ আগস্ট মুক্তি পাওয়া ‘দ্য অ্যাবিস’-এর বাজেট ছিল ৪২ মিলিয়ন ডলার। ছবিটি সেই সময়ে আয় করেছিল মাত্র ৯ মিলিয়ন ডলার। বক্স অফিসে ভালো না করলেও জেমস ক্যামেরনের সেরা প্রজেক্টগুলোর একটি হিসেবে ধরা হয় ছবিটিকে।
রহস্যে ঘেরা সায়েন্স ফিকশন ড্রামা ‘দ্য অ্যাবিস’-এর গল্প একটি ডুবুরি দলকে নিয়ে। তারা খুঁজে পায় বহুকাল আগে হারিয়ে যাওয়া একটি নিউক্লিয়ার সাবমেরিন। কিন্তু জলজ এলিয়েনের সামনে পড়ে যাওয়ায় তাদের জীবন হুমকির মুখে পড়ে।
খুব সাধারণ প্রযুক্তি ও অল্প উৎস ব্যবহার করে জেমস ক্যামেরন যেভাবে এলিয়েনগুলোর ভয়ংকররূপ ফুটিয়ে তুলেছেন, তা অন্য মাত্রার। সিনেমাটি নির্মাতাকে ব্যবসায়িক সাফল্য এনে দিতে না পারলেও নিঃসন্দেহে অভিজ্ঞতা বাড়িয়েছে।
সিনেমা প্রসঙ্গে জেমস ক্যামেরন বলেন,‘দ্য অ্যাবিস’ এখন আর তৈরি করা সম্ভব নয়। সেই সময়ে প্রতিদিন কমপক্ষে ১০ ঘণ্টা করে পানির নিচে থেকেছি, সপ্তাহে ছয়দিন করে দশ সপ্তাহ ধরে। আমার মনে হয় না এখন হলে পারতাম। সিনেমার শিল্পীদের মনে হয়েছে তারা জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। আমি সহ সিনেমার কলাকুশলীদের প্রায় এক তৃতীয়াংশকে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।
নতুন করে ছবিটি মুক্তি পাবে ৬ ডিসেম্বর। সিনেমা হলে ফোর কে প্রিন্টে দেখানো হবে ছবিটি।
সূত্র: কইমই







