‘অ্যাভাটার থ্রি’র পরে সিনেমার সিকুয়েলের দায়িত্ব অন্য কোনো নির্মাতার হাতে তুলে দিতে পারেন জেমস ক্যামেরন। এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন এই কথা।
সম্প্রতি ‘এমপায়ার’-এ দেয়া সাক্ষাৎকারে জেমস ক্যামেরন বলেন, ‘অ্যাভাটার ফিল্মগুলো সব সময় নিয়ে ফেলছে। আমার আরও কিছু কাজ আছে। সেগুলোও খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় ধীরে ধীরে তৃতীয় কিংবা চতুর্থ পর্বের পরে আমি অন্য কোনো নির্মাতার হাতে কাজ তুলে দেব। এতে আমি অন্য কাজ করতে পারবো। অথবা নাও হতে পারে এমন কিছু। আমি ঠিক জানি না।’
২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’। ২০১৮ সালে ঘোষণা দেয়া হয়েছিল ২০২২ সালের ১৬ ডিসেম্বর এই ছবির দ্বিতীয় কিস্তি আসছে। ২০২৪ সালের ২০ ডিসেম্বর এই ছবির তৃতীয় কিস্তি মুক্তি পাবে। ২০২৬ সালের ১৮ ডিসেম্বর আসবে চতুর্থ কিস্তি এবং ২০২৮ এর ২২ ডিসেম্বর আসবে পঞ্চম কিস্তি।
বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা ‘অ্যাভাটার’। কল্পকাহিনী নির্ভর লাইভ অ্যাকশন ছবি ‘অ্যাভাটার টু’তে কেট উইন্সলেট ছাড়াও থাকছেন জো সালদানা, সিগোর্নি ওয়েভার, স্যাম ওরদিংটন, স্টিফেন ল্যাং, মিশেল রড্রিগেজ ও ওনা চ্যাপলিন।
সূত্র: ভ্যারাইটি






