মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রিভিউ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির কার্যতালিকায় এসেছে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাচ বিচারপতির আপিল বিভাগে বৃহস্পতিবার রিভিউ আবেদনটি ৯ নম্বর ক্রমিকে শুনানির জন্য রয়েছে।
এর আগে গত ২৩ জানুয়ারি আপিল বিভাগ বিষয়টি শুনানির জন্য ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। আদালতে এ টি এম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের পক্ষে আছেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
মানবতাবিরোধী অপরাধ অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন এ টি এম আজহারুল ইসলাম।









