বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, আগামীকালের সমাবেশ থেকে দেশ ও জাতি একটি নির্দেশনা পাবে। সরকারও বার্তা পাবে। দাবি আদায় না হলে রাজধানী থেকে সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার ১০ অক্টোবর, পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের যৌথ প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকার চাইলে সংকট নিরসনে আদেশ জারি করতে ২৪/৪৮ ঘণ্টায় সেটি করতে পারে। তবে সরকার সেটি না করে কালক্ষেপণ করছে।
গণভোট বিষয়ে হামিদুর রহমান বলেন, গণভোট সংবিধানে নেই যারা বলেন, তারা ফ্যাসিবাদের অবস্থানকে সমর্থন করেন।
এছাড়াও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের জন্য বিএনপিকে আহবান জানান দলটি। তবে সংকট নিরসনে জামায়াতের ডাকে বিএনপি সাড়া না দিলেও, বিএনপি আলোচনার জন্য ডাকলে, আলোচনায় বসতে প্রস্তুত জামায়াত।









