ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় জোট থেকে সরে যাওয়ার পর জরুরি বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী পরিষদের এই বৈঠক শুরু হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত জোটে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাবে জামায়াতে ইসলামী। প্রয়োজনে আজই ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন ১০ দলীয় জোটের নেতারা।
জামায়াত সংশ্লিষ্টরা জানান, শেষ পর্যন্ত যদি সমঝোতায় পৌঁছানো না যায়, তাহলে আগে থেকে রেখে দেওয়া ৪৭টি আসনে পরবর্তী আলোচনার ভিত্তিতে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এই পরিস্থিতিতে করণীয় ঠিক করতে দলের নির্বাহী পরিষদের বৈঠকে জোটের ভবিষ্যৎ কৌশল ও নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চলছে।









