জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে একটি দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে, তাতে আসন্ন জাতীয় নির্বাচন পাতানো হবে বলে আশঙ্কা করছে জামায়াতে ইসলামী। তিনি বলেন, পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংসের মুখে দাঁড়াবে।
বুধবার ৭ জানুয়ারি বসুন্ধরার কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
বৈঠক শেষে মোহাম্মদ তাহের বলেন, সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বপূর্ণ আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে গভীর শঙ্কা তৈরি করছে। এ পরিস্থিতিতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে পড়বে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, বৈঠকে আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে।









