বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাইপাস সার্জারি সফল হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে এ সার্জারি হয়।
সংবাদ সম্মেলনে ডাক্তার জাহাঙ্গীর কবির জানিয়েছেন, এখন তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছেন। ৭দিন পর জামায়াত আমির বাসায় যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।
আগামী ৩ সপ্তাহের মধ্যে তিনি রাজনীতির মাঠে ফিরতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন ডাক্তার জাহাঙ্গীর কবীর।









