জামালপুর-৫ (সদর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুস সাত্তারের নির্বাচনী গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এ সময় জামায়াতের ১০ কর্মী-সমর্থক আহত হয়েছে।
আজ শনিবার (৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় বাজারে এ ঘটনা ঘটে।
মাওলানা আব্দুস সাত্তারের অভিযোগ, দুপুরে কর্মী-সমর্থকদের নিয়ে তিনি নির্বাচনী গণসংযোগ শুরু করেন। বানারেরপাড় বাজার এলাকায় পৌঁছলে রানাগাছা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকিউল্লাহ শিপলুর নেতৃত্বে ৩০/৩৫ সন্ত্রাসী এ হামলা চালায়।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা বানারেরপাড় বাজারের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের পর পাল্টা বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও যুবদল। জামায়াতের অভিযোগ মিথ্যা বানোয়াট বলে দাবি করেন তারা।








