পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ ৬ জুন শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মানবতার কল্যাণে আমাদের সবাইকে ত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে আসার তাওফিক আল্লাহ তাআলা দান করুন।
শফিকুর রহমান বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা হচ্ছে আত্মত্যাগ, সহানুভূতি ও মানবিক মূল্যবোধের চর্চা। এই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
তিনি আরও প্রার্থনা করেন, বিশ্বের সব নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শক্তিও আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন।









