বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চীন পিপলস ইনস্টিটিউট অব ফরেন অ্যাফেয়ার্স (সিপিআইএফ)-এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর উত্তরায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিপিআইএফ-এর ভাইস প্রেসিডেন্ট মান্যবর রাষ্ট্রদূত ঝৌ পিংজিয়ান। তার সঙ্গে ছিলেন এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা বিষয়ক বিভাগের পরিচালক মি. ঝাও ইয়োংগুও, পেকিং বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডিজ সেন্টারের নির্বাহী উপপরিচালক ড. ওয়াং শু, সিপিআইএফ-এর কর্মকর্তা মিস ঝাং লি, ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের পলিটিক্যাল ডিরেক্টর ঝাং জিং এবং অ্যাটাশে মিস লিউ হোংরু।
অপরদিকে জামায়াতের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সদস্য মোবারক হোসাইন এবং আমীরের পররাষ্ট্র উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
বৈঠক শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, একটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। আমীরে জামায়াত অসুস্থতা কাটিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রথম কোনো বিদেশি প্রতিনিধিদলের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন।
তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন, নির্বাচন ও মানবাধিকারসহ নানা বিষয়ে আলোচনা হয়।
জামায়াতের আমির চীনা প্রতিনিধিদের উদ্দেশে বলেন, বাংলাদেশ ও চীন উন্নয়ন সহযোগী। আমরা পারস্পরিক স্বার্থে যৌথভাবে কাজ করতে চাই। আমাদের উদ্দেশ্য শাসক নয়, জনগণের সেবক হওয়া।
বৈঠকে জামায়াতের আমির চীনা প্রতিনিধিদের সামনে জামায়াতের ওপর গত সরকারের আমলে চালানো নিপীড়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আমাদের নেতাদের হত্যা করা হয়েছে, দলীয় নিবন্ধন বাতিল করা হয়েছে এবং আমাদের কার্যালয় বন্ধ রাখা হয়েছিল।
চীনা প্রতিনিধি দলের পক্ষ থেকে আসন্ন নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে জামায়াতের আমির জানান, জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক, নির্বাচনমুখী রাজনৈতিক দল। আমরা পূর্বের সব নির্বাচনে অংশ নিয়েছি এবং আগামীতেও প্রস্তুত রয়েছি।
বৈঠকে ফিলিস্তিন, গাজা, সিরিয়া, মিয়ানমার, ইউক্রেন-রাশিয়া পরিস্থিতি এবং বৈশ্বিক মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গও উঠে আসে। জামায়াতের আমির বলেন, বিশ্বের প্রতিটি জায়গায় যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সেখানে চীনের গঠনমূলক ভূমিকা রাখা জরুরি।
প্রতিনিধিরা চীনে জামায়াতের সাম্প্রতিক সফরের কথা স্মরণ করে জানান, চীনের উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্প সম্পর্কে জামায়াত প্রতিনিধিদল অবহিত হয়েছেন। তারা বলেন, পার্টি টু পার্টি সম্পর্ক জোরদার করতে আমরা আগ্রহী।
বৈঠকে দু’দেশের মধ্যে রাজনৈতিক দলভিত্তিক সম্পর্ক উন্নয়ন, কৌশলগত সংলাপ এবং যৌথ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।









