ঢাকার অদূরে পূর্বাচলসংলগ্ন জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় অনুষ্ঠিত হয়েছে ‘জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৫’।
শুক্রবার (২৮ নভেম্বর) ভোর ৬টায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশ ও বিদেশ থেকে আসা নারী–পুরুষ মিলিয়ে দেড় হাজারের বেশি দৌড়বিদ অংশ নেন।
আয়োজকরা বলেছেন, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মানসিক চাপ কমানো এবং মাদকাসক্তি প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের সামনে থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে প্রকল্প এলাকার বিভিন্ন পথ অতিক্রম করে একই স্থানে শেষ হয়।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতা ‘অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন্স অ্যান্ড ডিস্ট্যান্স রেসেস’ (এইমস)–সার্টিফায়েড বলে আয়োজকেরা জানিয়েছেন।

প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ কনসালট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জলসিঁড়ি আবাসনের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান। অনুষ্ঠানে অংশ নেন ট্রায়াথলেট ইমতিয়াজ এলাহী, এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিলসহ ক্রীড়া অঙ্গনের বেশ কয়েকজন ব্যক্তি।
রানবাংলার সহপ্রতিষ্ঠাতা জন বোকা জানান, আগামীতে আরও বড় আকারে আন্তর্জাতিক মানের ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে।









