Advertisements
আন্দোলন-সংগ্রামে বারবার গ্রেপ্তার হওয়ার কারণে আলোচিত নেতা রুহুল কবির রিজভী। চ্যানেল আইকে তিনি বলেছেন, আওয়ামী লীগের স্বৈরতন্ত্রের সময় রিমান্ডে তাকে বেজি দিয়ে ভীতিকর ও বিশ্রীভাবে ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়েছিল। শারীরিক নির্যাতন করা না হলেও কারাগারে তাকে কনডেম সেলে রাখা হয়েছিল জানিয়ে রিজভী বলেন, বিএনপি অফিসকে নিজ বাড়ির মতো আগলে রাখতে গিয়ে তিনি কারানির্যাতিত হয়েছেন।








