জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান গণ-অনশনরত শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে এ ঘোষণা দেন অনশনে অংশ নেয়া বোটানি ডিপার্টমেন্টের ১৩ ব্যাচের শিক্ষার্থী এ কে এম রাকিব।
একেএম রাকিব বলেন, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সুস্পষ্ট বার্তা দিতে পারেনি। এমনকি সরকারের পক্ষ থেকেও কোনো বার্তা আসেনি।
তিনি বলেন, আজকে দুপুর দেড়টা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। মন্ত্রণালয়, ইউজিসি, সেনা কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একসঙ্গে বসার বা সভার কোনো ঘোষণা না আসে তাহলে দেড়টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় পদযাত্রা শুরু করবো। ক্যাম্পাসের প্রধান ফটক থেকে এই পদযাত্রা শুরু হবে বলে জানান তিনি।
এদিকে আজ সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদের ভবনসমূহ, কলা অনুষদের ভবনসমূহ ও বিজ্ঞান অনুষদের ভবনগুলোতে তালা ঝুলিয়ে অনশনে বসেন শিক্ষার্থীরা। এতে ভবনগুলোতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা অনশনকারীদের সাথে একাত্মতা পোষণ করে তাদের ঘিরে রেখেছেন। ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা শাট ডাউন কর্মসূচি পালম করায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে।
শিক্ষার্থীদের তিন দাবি হলো: দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করা, শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা, অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীক আবাসনভাতা দিতে হবে।









