জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। এর ফলে আর গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় থাকছে না বিশ্ববিদ্যালয়টির।
আজ সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭০তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এই বিষয়ে উপাচার্য রেজাউল করিম বলেন, এখন থেকে আমরা আমাদের পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিব। এ জন্য ইতিমধ্যে কমিটিও গঠন করা হয়েছে। নিয়মনীতিও ফরম করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিগত বছরে গুচ্ছে ছিল, এ বছর কবে হবে জানি না। আমরা আমাদের নিজস্ব ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক মুহাম্মদ আনওয়ারুস সালামের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭০তম সভায় বিস্তারিত আলোচনা শেষে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি কার্যক্রম প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিটসমূহ গঠন করা হয়। পাঁচটি ইউনিটের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে সিদ্ধান্ত হয়।
পাঁচটি ইউনিট হলো A- ইউনিট (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের জন্য), B- ইউনিট (কলা ও আইন অনুষদের জন্য), C- ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদের জন্য), D-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য) এবং E- ইউনিট (চারুকলা অনুষদের জন্য)।









