টিউশনি করতে এসে ছুরিঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী (১৫ ব্যাচ) জুবায়েদ হোসেন খুনের ঘটনায় একদিনের শোক ঘোষণা ও বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
উপাচার্য বলেন, আজকে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ২১ অক্টোবর শোকদিবস ঘোষণা করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে এবং আমরা কালো ব্যাজ ধারণ করবো। আর আগামী ২২ তারিখ যে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান ঘোষণা করা ছিল, সেটা স্থগিত করা হয়েছে। এটা আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানাবো।
তিনি আরও বলেন, ২১ ও ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস চললেও পরীক্ষা স্থগিত থাকবে।
গতকাল রোববার বিকাল ৪ টার দিকে রাজধানীর আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম জোবায়েদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জোবায়েদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলায়। তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।
এই ঘটনায় গতকাল রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও তাঁতিবাজার মোড় অবরোধ করে। এক পর্যায়ে রাত বারোটার দিকে দ্রুত অপরাধীকে ধরতে ও কাজ ত্বরান্বিত করতে বংশাল থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।









