জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের ঘটনায় স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর (সোমবার) পালিত হবে।
আজ (২২ অক্টোবর) বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের দিবস পালন করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু শিক্ষার্থী জোবায়েদ খুন হওয়ার কারণে দিবসের সকল কার্যক্রম স্থগিত কর হয়।
উপাচার্য বলেন, আগামী সোমবার বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে। তবে আগে যেভাবে জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল, এবার তা থাকছে না। এদিন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে না। আমরা সবাই জোবায়েদ হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত। তার হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে আইন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ছাত্রী বর্ষার বাসার তিনতলায় ওঠার সিঁড়িতে জোবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনাস্থলে সিঁড়ি জুড়ে রক্তের দাগ পাওয়া যায়। এরপরই বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান স্থগিত করে প্রশাসন। এবার দিবসটি সীমিত পরিসরে, শোকাবহ পরিবেশে পালন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।









