জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন হবে আগামী ২২ ডিসেম্বর।
বুধবার ৫ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
২২ ডিসেম্বর সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ শেষে ভোট গণনার পর ২২ ও ২৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।
তফসিল অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা আপত্তি ও নিষ্পত্তি করা হবে নয়ই নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর। চূড়ান্ত প্রার্থীর তালিকা আগামী ৩ ডিসেম্বর প্রকাশিত হবে।









