পুনে টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে দেড়শতাধিক রানে ভারতকে গুটিয়ে দিয়েছে। দ্বিতীয় ইনিংসে নেমে ভারতের সামনে তিন শতাধিক রানের লিড দাঁড় করিয়ে দিন শেষ করেছে কিউইবাহিনী, হাতে এখনও ৫ উইকেট।
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। ৭৯.১ ওভার ব্যাট করে ২৫৯ রানে থামে কিউই ইনিংস। জবাবে ৪৫.৩ ওভার ব্যাট করে ১৫৬ রানে ভারতের প্রথম ইনিংস থামে। ১০৩ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৫ উইকেটে ১৯৮ রান তুলেছে নিউজিল্যান্ড। টম ব্ল্যান্ডেল ৩০ রানে এবং গ্লেন ফিলিপস ৯ রানে তৃতীয় দিন শুরু করবেন।
দ্বিতীয় ইনিংসে নেমে ভালো করেছেন টম ল্যাথাম। একপ্রান্ত আগলে রাখলেও ১২৩ রানে চার উইকেট হারায় নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে (১৭), উইল ইয়ং (২৩), রাচীন রবীন্দ্র (৯) এবং ড্যারিল মিচেল (১৮) ফিরে যান। ১৮৩ রানে পঞ্চম উইকেট হারায় কিউইবাহিনী। ১৩৩ বলে ৮৬ রান করে ওয়াশিংটনের শিকার হন ল্যাথাম। পরে ব্ল্যান্ডেল ও ফিলিপস দিন শেষ করেন।
ওয়াশিংটন সুন্দর ১৯ ওভারে ৫৬ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন। রবীচন্দ্রন অশ্বিন নিয়েছেন এক উইকেট।
১ উইকেটে ১৬ রান নিয়ে শুক্রবার দিনের খেলা শুরু করে ভারত। সর্বোচ্চ ৩৮ রান করে আসে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। যস্বী জয়সওয়াল ৩০ ও শুভমন গিল করেন ৩০ রান। ১০০ রানের আগে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত ১৫৬ রানে থেমেছে রোহিত শর্মার দল।
নিউজিল্যান্ডের হয়ে ৫৩ রানে মিচেল স্যান্টনার নিয়েছেন ৭ উইকেট। ২ উইকেট গ্লেন ফিলিপসের।









