দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে ভোটারদের উৎসাহ শেষ মুহূর্তে গিয়ে আরও বেড়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হলেও বিভিন্ন হলে এখনও ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বেলা ১২টা পর্যন্ত কেন্দ্রগুলো প্রায় ফাঁকা থাকলেও দুপুরের পর থেকে ভোটারদের ভিড় বাড়তে থাকে। বিশেষ করে যেসব হলে প্রায় এক হাজার ভোটার রয়েছে, সেসব হলে দুপুর ২টার পর থেকেই দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়।
লাইনে দাঁড়িয়ে থাকা এক ভোটার বলেন, “খুবই উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। আমরা জীবনে প্রথমবারের মতো ভোট দিচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন নির্বাচন দেখে আমরা উচ্ছ্বাসিত।”
বিশেষ ভিড় লক্ষ্য করা গেছে কাজী নজরুল ইসলাম হল, ২১ নম্বর হল এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলে। প্রতিটি হলে দুই শতাধিক ভোটারকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এতে শঙ্কা তৈরি হয়, নির্ধারিত সময়ের মধ্যেই সবাই ভোট দিতে পারবেন কি না।
তবে কয়েকটি হলে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তারা জানান, বিকেল ৫টার মধ্যে যারা লাইনে দাঁড়িয়ে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে যত রাতই হোক না কেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৫টা ২ মিনিট) কাজী নজরুল ইসলাম হলের বাইরে এখনো দুই শতাধিক শিক্ষার্থীকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।









